১৯৭৫ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারীদের সাথে কাদের সিদ্দিকী’র সাথে মতবিনিময়

Spread the love

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালে শাহাদাত বরণ করার পর গোটা জাতি যখন নির্বাক স্তম্ভিত তখন প্রতিরোধ যুদ্ধের ডাকদেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।


প্রতিরোধ ও প্রতিবাদকারী যোদ্ধাদের সাথে ১ ফেব্রুয়ারি, বুধবার টাঙ্গাইলের সোনারবাংলা কমিনিউটি সেন্টার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও জাতীয় মুক্তিবাহিনী-৭৫ এর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি জাতীয় মুক্তিবাহিনী-৭৫ (প্রতিরোধ যোদ্ধাদের) রাস্ট্রীয় স্বীকৃতি ও এককালীন আর্থিক সহায়তা প্রদানের দাবি জানায়।


আমরা প্রতিরোধ যোদ্ধারা সসস্ত্র প্রতিবাদ করেছিলাম অবৈধ সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিশোধ নিতে, যা ইতিহাসে বিরল। তাই সকল প্রতিরোধ যোদ্বাদের স্বীকৃতি অনুরোধ জানাই সরকারের কাছে।


এ সময়ে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্বা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্বা বদিয়ার রহমান বদি সহ শতাধিক প্রতিরোধ যোদ্ধারা উপস্থিত ছিলেন।