যুগধারা ডেস্ক :
হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ। শুরু হবে ৩১ আগস্ট। শেষ হবে ১৭ সেপ্টেম্বর। খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। খবরটি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করেনি সংস্থাটি।
চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবার কথা পাকিস্তানে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে টানাপোড়েন শুরু হয়। পাকিস্তানে না খেলতে এলে ভারতে বিশ্বকাপে দল না পাঠানোর হুমকিও দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মহাদেশীয় ক্রিকেটের বড় এ টুর্নামেন্ট নিয়ে এমন জটিলতার মুখে নতুন প্রস্তাব দেয় তারা যা হাইব্রিড মডেল নামে পরিচিতি পেয়েছে। কিন্তু প্রস্তাবিত এ মডেলেও ভারত খেলতে রাজি না হওয়ায় ভেস্তে যেতে বসেছিল এশিয়া কাপ। তবে অবশেষে সুখবর মিলেছে।
পাকিস্তান প্রস্তাবিত হাইব্রিড মডেল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) সভায় অনুমোদন পেয়েছে জানিয়েছে ইএসপি এনক্রিকিনফোর প্রতিবেদন। তবে পাকিস্তানের সাথে দ্বিতীয় ভেন্যু হিসেবে থাকছেনা আরব আমিরাত। এর বদলে খেলা হবে শ্রীলঙ্কায়।
৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। পাঁচ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। অনেক জল্পনা কল্পনার পর হাইব্রিড মডেলে আয়োজিত হবে আসরটি। যেখানে চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল এই ছয় দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে থাকছে সর্বমোট ১৩টি ম্যাচ।
দুটি গ্রুপে বিভক্ত হয়ে আয়োজিত হবে আসরটি। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া লেগের সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত হবে। দ্রুতই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে এসিসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একই গ্রুপে পড়তে যাচ্ছে। সেই সঙ্গে তাদের হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।