৯৯৯ সেবা পুনরায় চালু

Spread the love

যুগধারা ডেস্ক :

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ দিন সকালে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্কা মো. কামরুল হাসান বলেন, জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে, বঙ্গবাজারে আগুনে পুলিশ হেডকোয়ার্টার্সও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ৯৯৯ সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এসময় জনগণকে জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করে পুলিশ হেডকোয়ার্টার্স।

বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট।

যুগধারা ডট টিভি/অন্তু