ঘাটাইলের  সন্ধানপুর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বেল্লালকে বিজয়ী করতে কর্মীসভা

Spread the love

ঘাটাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আসন্ন ৯নং সন্ধানপুর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওমীলীগের মনোনীত চেয়ারম্যান মো: বেলায়েত হোসেন বেল্লালকে বিজয়ী করতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের ছামানের বাজার প্রাঙ্গণে এই কর্মী সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠন।  

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু। সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মতিয়ার রহমান সরকারের সভাপতি কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,শহীদ সোহরাওয়াদী কলেজের সাবেক প্রিন্সিপাল বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মো:আব্দুল বাছেদ মিয় সহ আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।  কর্মী সভায় সঞ্জালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা।