Spread the love

দেলদুয়ারে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে নানা অপকর্মে জড়িত বিতর্কিত সেই প্রধান শিক্ষক পদত্যাগ করেছন। তার নাম দীনবন্ধু প্রামাণিক। তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষা সেবা দেয়ার বিপরীতে শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা কামানোর মেশিন বানিয়ে ছিলেন। নানা উপায়ে তিনি অবৈধ ভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারি নির্দেশের তোয়াক্কা না করে নিজের মতো করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। 

অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, দুর্নীতি, অনিয়ম, হিসাবে গড়মিল, অসাধাচরণ, স্কুলের অনুপস্থিত, ও শিক্ষকদের মধ্যে গ্রæপিং সৃষ্টি করে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে নানা আন্দোলন হলেও টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের শীর্ষ এক নেতার ছত্রছায়ায় তিনি বারবার পার পেয়েছেন। স্কুলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মনযোগ না দিয়ে বরং তিনি নিজের ব্যক্তিগত কর্মকান্ডে সময় পার করে থাকেন। বিভিন্ন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন। নিজের অপকের্মর বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে সাহস না পায় এজন্য তিনি কৌশলে গোপালপুর-ভুঞাপর-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদ দেন। এছাড়া একজন মুসলিম নারিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করার অভিযোগে ইতিপুর্বে তার বিরুদ্ধে গনমাধ্যমে খবর বের হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও দলীয় খুটির জোরে পার পেয়ে যান তিনি। 

সম্প্রতি তাকে অপসারণ ও  বিচারের মুখোমুখী করার দাবিতে আন্দোলন করেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এসময় বিক্ষোভ কারিরা প্রধান শিক্ষকের নানা অনিয়ম তুলে ধরার পাশাপাশি তার অপসারণ ও স্কুলের নতুন কমিটি গঠনের দাবি জানান।

প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।