মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী ঃ জামালপুরের সরিষাবাড়ীতে জন্মদিন উপলক্ষে এতিম মাদরাসা ছাত্র ও দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল ও কোরআন শরিফ বিতরন করেছে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার কবরস্থান ঈদগাঁ হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার ১শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও নতুন কম্বল এবং ঈদগাঁ মাঠে ২ শতাধিক দরিদ্র অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়। এসময় ডা. মুরাদ হাসান এমপির পক্ষ থেকে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল তাদের হাতে কোরআন শরিফ ও কম্বল তুলে দেন। এসময় কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বলেন, আমাদের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপির জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও কম্বল উপহার দিয়েছি।