বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

Spread the love

স্টাফ রিপোর্টার:

“Why are clean hands still important” (স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ) প্রতিপাদ্যে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেয়ামত উল্ল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খান, কৃষি অফিসার মো: শাহজাহান আলী, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আজিজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ কাদের মিয়া। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী, বাসাইল রিপোর্টাস ইউনিটির প্রচার ও দপ্তর সম্পাদক সহদেব সূত্রধর, সাংবাদিক জিয়ারত ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন উপজেলা পাট অফিসার সবুজ মিয়া।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা ও শিক্ষার্থীরা হাত ধোয়ায় অংশগ্রহণ করেন।