টাঙ্গাইলে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের বই বিতরণ

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের সৌজন্যে বিভিন্ন পাঠাগারে বই উপহার দেয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, কালিহাতী কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বাদল মাহমুদ, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস সাত্তার খান এবং টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল। সঞ্চালনায় ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। এসময় বিভিন্ন পাঠাগার সংগঠক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে টাঙ্গাইলের ২০ টি পাঠাগারকে ৪০০টি করে বই উপহার দেয়া হয়।