ভূঞাপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছোট জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শামীম আল মামুনের পিতা ও বিজিবির সাবেক সদস্য সুবেদার মোঃ আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের বাসিন্দা। শনিবার (১৯ নভেম্বর) রাত ৮.৪০টায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আতœীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তাকে রবিবার সকাল ১০ টায় বাগবাড়ী কবরস্থান মাঠে জানাজা নামাজ শেষে ওই কবরস্থানেই দাফন করা হয়।