ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।