স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতীতে নামকরা মাদক ব্যবসায়ী হুরমুজ আলী ওরফে হুমোর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
কোকডহরা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউপি সদস্যসহ ঐ এলাকার শতাধিক গন্যমান্য ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগটি কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে। অভিযুক্ত হুমো উপজেলার কোকডহরা ইউপির কোকডহরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মৃত আফছার আলীর ছেলে। স্কুল সংলগ্ন বাড়ি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা এ নেশায় জড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। তার স্ত্রী ও পুত্রকেও এ অবৈধ মাদক ব্যবসায় যুক্ত করেছেন। ইউপির দত্তগ্রাম,বানিয়ারা ,ঝাটিবাড়িসহ বিভিন্ন গ্রামে রয়েছে হুমোর অনুসারী।তার অনুসারীরা তার পৃষ্ঠপোষকতায় দেদারসে মাদক চলছে মাদক ব্যবসা। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না । তাদের দাপটে সাধারণ মানুষ অসহায়। এলাকাবাসী কুখ্যাত মাদক ব্যবসায়ী হুমোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন
।