কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেই : শামিম তালুকদার

Spread the love
মোস্তাক আহমেদ মনির:
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ ও দেশের মানুষের বাক-স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে নির্যাতনের চরম পর্যায়ে গিয়েছিল। উন্নয়নের নামে দেশ থেকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশে এখনো আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র চলছে। কেউ সন্ত্রাসী করতে চাইলে জনগণ নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোনো সন্ত্রাসীর স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। জনগণের ভোটে বিএনপি আগামী দিনে নির্বাচিত হয়ে দেশ ও জনগণের সেবা করে যাবে।
বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সদস্য চাঁন মিয়া চানু, উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, বিএনপি নেতা আনোয়ার ইসলাম বাবুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পলাশ মিয়া ফারুক, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ হাসান, যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম শেখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ  সময় আরো পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে শত শত মানুষ মিছিল, ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন।