দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে হাজেরা বেগম (৬২) নামের বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের টুকনিখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। হাজেরা ওই গ্রামের মো. চান্দু মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুজ্জামান বলেন, হাজেরা বেগমকে বাড়ীর উঠানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি শনিবার দিবাগত রাতের যে কোন সময় তিনি গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।