শিক্ষক নূরুল ইসলামের আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচার দাবিতে শিক্ষকদের মানববন্ধ

Spread the love

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নূরুল ইসলামের আত্মহত্যার প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ৭২ ঘন্টার আলিমেটাম দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সখীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুর সঞ্চালনায় ও খুরশিদ জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, আনোয়ার দুলাল, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, নাজমুল তালুকদার, সায়েম সাইফুল, আনোয়ার কবির, মোশারফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষক নেতারা।

বক্তরা বলেন, নূরুল ইসলামের আত্মহত্যা প্রেেরাচনাকারীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনকে সময় বেঁধে দেন। ৭২ ঘন্টার মধ্যে কোন আসামি গ্রেপ্তার না হলে থানা ঘেরাও কর্মসূচি হাতে নিবেন বলেও ঘোষণা দেন শিক্ষকরা। এ সময় একাধিক বক্তা কান্নায় ভেঙ্গে পড়েন। আগামি রবিবার থেকে ৩দিনের জন্য উপজেলার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করার ঘোষণা দেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে অনুরোধ জানান।

প্রসঙ্গত, নূরুল ইসলাম (৫৫) নামের এক শিক্ষক যৌন হয়রানির অপবাদ সইতে না পেরে গত ৫ নভেম্বর (মঙ্গলবার) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার দাড়িপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। এর আগে গত ২৭ আগষ্ট স্কুল আঙ্গিনায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসারের মাধ্যমে তদন্ত কার্যক্রম চলমান ছিল। জেলা শিক্ষা অফিস থেকে সদরের শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। এ তদন্ত কমিটি সম্প্রতি তদন্তের রিপোর্ট দেন। ওই শিক্ষক এ রিপোর্টের আপত্তি জানালে জেলার দেলদুয়ার উপজেলর শিক্ষা অফিসারকে প্রধান করে এক সদস্যের আরো একটি পুন:তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তদন্তের কাজে যাওয়ার কথা ছিল। ওই শিক্ষক অনুমোদিত মেডিকেল ছুটিতে ছিলেন।