ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কিন্ডারগার্টেন পরিচালকের মৃত্যু

Spread the love

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক আব্দুল আলীম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি মহাসড়কের কাগমারিপাড়া এলাকায় কবির ব্রিকস এর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে তিনি ভূঞাপুর পৌরসভার ঘাটান্দী এলাকার বাসিন্দা।

কিন্ডারগার্টেনের শিক্ষক আমিনুল ইসলাম জানান- আব্দুল আলীম সকালে টাঙ্গাইলের নিজ বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থল আসার জন্য টাঙ্গাইল থেকে সিএনজিযোগে রওনা হন। সিএনজি কাগমারীপাড়া এলাকার কবির ব্রিকস এর কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে আব্দুল আলীম গুরুতর আহত ও তার স্ত্রী-সন্তানসহ আরও কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীমের মৃত্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান সেখানে প্রাথমিক চি‌কিৎসা নেন।

এবিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ একেএম রেজাউল করিম জানান- কাগমারীপাড়া এলাকার কবির ব্রিকস এর কাছে সিএনজি উল্টে আব্দুল আলীম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় সিএনজি সহ চালককে আটক করা হয়েছে।