ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট এর আয়োজনে ঘাটাইলে চল প্রামাণ্য চলচিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ নভেম্বর সকাল দশটায় কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্র নির্মাতা প্রোডাকশনের কর্নধার সমীর ফারুকের সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা শহীদুজ্জামান বাদল, মীর শামসুল আলম বাবু। শহীদুজ্জামান বাদল বলেন চলচ্চিত্র একটি দেশকে রিপ্রেজেন্ট করি। আমরা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকি। অনুষ্ঠানের ছবির ভারতের নির্মিত নদীর আগ্রাসন এবং স্ট্রাগল ফল লাইভ প্রামাণ্য চিত্র দুটি প্রদর্শন করা হয়। উল্লেখ্য সমীর ফারুকের একজন আন্তর্জাতিক মানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা। তার ১৫ টি ফিল্ম আন্তর্জাতিক ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে এবং আটটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।এ সময়ে সমীর ফারুক এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ সংস্থা এসএফ প্রোডাকশনের উদ্বোধন করা হয়।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন দৈনিক যুগধারার ঘাটাইল উপজেলা প্রতিনিধি এবং ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান।