বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়ার ঝিনাই নদীতে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা। এদিকে, আজ দুপুরে ‘বালু উত্তোলনে অস্তিত্ব সংকটে ঝিনাই নদী’ সংবাদ প্রকাশিত হলে নজরে আসে উপজেলা প্রশাসনের। পরে তাঁরা অভিযান চালালে শ্রমিক বালু পালিয়ে গেলে সংরঞ্জাম ধ্বংস করেন। সরেজমিনে সংবাদকর্মীরা নদী পাড়ে গিয়ে দেখতে পান বাংলা ড্রেজার মেশিন বসিয়ে দুইজন শ্রমিক বালু উত্তোলন করছে। পাইন লাইনে বালু নেয়া হচ্ছে পার্শ¦বর্তী জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কাবারিয়াবাড়ী এলাকায়। শ্রমিকরা জানান, কাবারিয়াবাড়ী (চাঁইন্দার মোড়) গ্রামের বাসিন্দা আ: মালেক ড্রাইভার বালু উত্তোলনে নেতৃত্ব দিচ্ছে। স্থানীয়রা জানান, ‘প্রতিবার ড্রেজার মেশিনের বসিয়ে বালু উত্তোলনের ফলে নদী দুই পাড় ভেঙে অস্তিত্ব সংকটে পড়েছে। এতে নদীর পাড়ের ফসলি জমি বিলীন হয়।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আরও উপস্থিত সার্টিফিকেট পেশকার মো. শাহ-আলম, থানা-পুলিশ সদস্য ও এলাকাবাসী।