গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নতুন দিনের দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার দশম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিনিধি সম্মেলনে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন গুলশান আরা নিপা। তিনি ওই পত্রিকার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রতিনিধি।
গত শনিবার সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ এর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে পত্রিকার জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এসময় তিনিসহ ৪৬ জেলার ৯৫টি উপজেলা থেকে সেরা ১৫ জন প্রতিনিধিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
ঢাকা প্রতিদিন ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মসিউল আজম, বিসিআইসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল আহসান বাদল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঢাকা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নার্গিস আক্তার, দৈনিক খবর বাংলার সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমূখ। বক্তৃতা করেন – ঢাকা প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, চীফ রিপোর্টার তানিম আহমেদ, চলচ্চিত্র অভিনেতা তারুন্য হিরা, খল অভিনেতা এল.আর. খান সীমান্ত, স্টাফ রিপোর্টার মাহফুজ জাহিদ, সোহাগ হাওলাদার, বিজ্ঞাপন ম্যানেজার তরিকুল ইসলাম মাসুম, নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানসহ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান।
উল্লেখ্য, গুলশান আরা নিপা ১৯৭৭ সালের ১ জানুয়ারি গোপালপুর পৌরশহরে আলহাজ্ব মো. আঃ গফুর ও রহিমা গফুর দম্পতির বড় মেয়ে। স্বামী আশরাফুল ইসলাম স্বপন। নিপা ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। পরে ডিপ্লোমা কোর্স শেষে বিএবিএড করেন। ২০০৯ সালে খন্দকার আসাদুজ্জামান একাডিমিতে শিক্ষকতা শুরু করেন। পরে ২০১৩ সালে তিনি এমএলএ সৈয়দপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় বর্তমানে কর্মরত আছেন। বাল্যকাল থেকে তিনি ছড়া-কবিতার মাধ্যমে লেখালেখি শুরু করেন। সেই অভ্যাস থেকেই ২০২৩ সালে ঢাকা প্রতিদিন পত্রিকায় গোপালপুর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন।