ঘাটাইলে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত

Spread the love

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :  টাঙ্গাইলের ঘাটাইল  উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শালিয়াজানী  আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ,ঘাটাইল  সিডিপি এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে (২০ নভেম্বর) বুধবার  বিকালে সিডিপি  প্রাঙ্গণে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে বিশ্ব  শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপশী সীল। এসময় আরো উপস্থিত ছিলেন, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনা মনি খানম,প্রোগ্রাম অফিসার জাকারিয়া প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। শিশুর অধিকার বাস্তবায়নে মা-বাবা, পরিবার ও সমাজের সবার ভূমিকা অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বলেন, শিশুরা সবার মাঝে ভালো থাকবে, তারা দেশ-সমাজ ও পরিবারে আশার আলো জ্বালাবে।