সরিষাবাড়ীতে বন্ধ জুটমিল চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন 

Spread the love

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখার শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌর এলাকার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন। এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো।

হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব হয়ে পড়ে কারখানার শত শত শ্রমিকরা। এ অবস্থায় কারখানটি ও এ উপজেলায় বন্ধ সকল শিল্প কারখানা পুনরায় চালুর দাবী জানান মানববন্ধনকারীর।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের

সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ স্থানীয়রা।