ভূঞাপুরে শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

Spread the love

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণের সম্মাননা ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে শিক্ষক সমিতি ভবন চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব শামীম আল মামুন, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত।

আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণের সম্মাননা স্মারক ও কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়।