নাগরপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত বৃহৎ একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক সংগঠনের সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের আত্মার সম্পর্ক রয়েছে।
এরই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলাধীন সলিমাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মো: শফিকুল ইসলামের পিতা বজলুর রশিদ (আক্কেল মাস্টার) আজ আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ্বিউন।
তাঁর এই মৃত্যুতে গভীর শোক এবং তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দক্ষিন টাঙ্গাইলের গর্ব, নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানিত সদস্য, জননন্দিত ও কর্মীবান্ধাব জননেতা তারেক শামস খান হিমু।
এ বিষয়ে জননেতা তারেক শামস হিমুর সাথে এক তারবার্তায় গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- সলিমাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি বজলুর রশিদ অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি আ’লীগের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে দলীয় কাজে অংশগ্রহণ করেছেন এবং জনগণের সাথে আ’লীগের একটি সেতুবন্ধন তৈরীর চেষ্টা করে গেছেন।
হঠাৎ তার এই চলে যাওয়া সত্যিকার অর্থেই একজন আদর্শ অভিভাবকের শূন্যতা সৃষ্টি করল।
আমি তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির পক্ষ হতে এবং আমার ব্যক্তিগত পক্ষ হতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।