বাসাইলে মা সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

অর্ণব আল আমিন ঃ “শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই প্রতিপাদ্য সামনে রেখে” টাঙ্গাইলের বাসাইলে ময়থা হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ডিসেম্বর)  বিদ্যালয় চত্বরে এই সমাবেশ হয়েছে।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। 

মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। তিনি বলেন আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ, কম্পিউটারের বাংলাদেশ, তথ্য-প্রযুক্তি নির্ভর, মেধা ভিত্তিক দেশ গড়ার স্বপ্ন দেখছেন। যে স্বপ্ন বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগীতা করবে। আমরা যতই জনসভায় ভাষণ দেই, জনসভায় ভাষণ দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করতে হবে। আর কারিগর তৈরি করার একমাত্র প্রতিষ্ঠান হলো প্রাথমিক বিদ্যালয়। আমরা বাসাইল উপজেলায় ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে চেষ্টা করছি। আমরা একটি কথা বিশ্বাস করি মাদার ইজ ফাস্ট স্কুল ফর দ্যা চিলড্রেন, মা হচ্ছে সন্তানের প্রথম বিদ্যালয়, দ্বিতীয় বিদ্যালয় হচ্ছে আনুষ্ঠানিক বিদ্যালয়।মাদেরকে যদি সচেতন করতে পারি,  মায়েরা তার সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব পালন করেতে পারবে। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সহকারি ভূমি আরিফুন্নার রিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু , সহকারী শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, ময়থা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বাসাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনির খান ইমন প্রমুখ।