নাগরপুরে শীতের কাপড় কিনতে ফুটপাতের দোকানে ক্রেতার ভীড়

Spread the love

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ধীরে ধীরে জেঁকে বসেছে তীব্র শীত। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।

সরেজমিনে মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতসহ বিভিন্ন অলি-গলিতে গরম পোশাকের বিক্রি বেড়েছে। বিশেষ করে জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মোজাসহ শীতের হরেক রকমের পোশাকের বেচাকেনার ধুম পড়েছে। এ ছাড়া কম দামে গরম পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষ। এসব দোকান থেকে ১৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতের পোশাক কিনতে পারছেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে পুরোনো গরম কাপড় বিক্রির ধুম পড়েছে। এখানে ক্রেতার ভিড়ও চোখে পড়ার মতো। সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে পা ফেলার জায়গা থাকে না। পুরোনো সোয়েটার, জাম্পার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মোজা, মাফলার পাওয়া যায় খুব অল্প দামের মধ্যে। আর এসব পোশাক থেকেই বাছাই করে চাহিদামত পোশাক কিনছেন স্বল্প আয়ের মানুষ।

সজিব বস্ত্র বিতানের কাপড় বিক্রেতা উজ্জল মিয়া বলেন, ধীরে ধীরে বাড়ছে শীত। তাই আমরা শীতের কাপড় সাজিয়ে রাখছি। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে এখানে। বেচাকেনাও ধীরে ধীরে বাড়ছে।

নাগরপুর হকারস মার্কেট বিক্রেতা মো. সুজন মিয়া বলেন, শীতের কাপড় কেনার জন্য স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও ভিড় করছেন। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে।

নাগরপুর সদর হাটের পোশাক বিক্রেতা শামীম মিয়া বলেন, কয়েকদিন ধরে শীতের পোশাক ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে নানা ধরনের পোশাক রয়েছে। তাই ক্রেতারা ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। পোশাকের দাম সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচাকেনাও ভালো হচ্ছে।

শফিকুল নামে এক ক্রেতা বলেন, হতদরিদ্র থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের লোকজন এইসব রকমারি পোশাকের ক্রেতা। এখানে স্বল্প আয়ের লোকজন সাধ ও সাধ্যের সমন্বয়ে বিভিন্ন পোশাক পাচ্ছেন। তাই কেনাকাটা বেশি হচ্ছে। আমিও নিজেরসহ ছেলে-মেয়ের জন্য কয়েকটা পোশাক কিনেছি।

কলেজ শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, এই অস্থায়ী দোকান থেকে কম দামে পছন্দ মত পোষাক ক্রয় করা যায়। যাদের পোশাক কিনতে আলাদা বাজেট থাকে না তারা এখান থেকে সহজে পছন্দ মত পোশাক নিতে পারেন। সাধারণত নিম্ন আয়ের মানুষের জন্য এই সব দোকান থেকে শীতের পোশাক ক্রয় করা সহজলভ্য।