ভূঞাপুরে ধানের বীজ বিতরণের উদ্বোধন

Spread the love

কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২২-২৩ অর্থবছরে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম আকন্দ শাপলা, ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অলোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় এমপি ছোট মনিরের পক্ষ থেকে কৃষকদের মধ্যে গেঞ্জি ও ক্যাপ উপহার দেন।