ঘাটাইলে ইয়াবাসহ তিন ছাত্র প্রতিনিধি আটক 

Spread the love

ঘাটাইল প্রতিনিধিঃ  ঘাটাইলে ৪০০ পিচ ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধিকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জামুরিয়া ইউপি সদস্য বন্দে আলী মিয়ার ছেলে মো. সিয়াম (২০), সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের ছালাম মিয়ার ছেলে মো. শাহ আলম (২৬), জামুরিয়া ইউনিয়নের চানতারা গ্রামের হাফেজ আলীর ছেলে সাদমান মোহাম্মদ সাকিব (২৪)।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত  রাতে  বীর ঘাটাইল মেইন রোড সংলগ্ন সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। 

ঘাটাইল থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীররাতে সাগরিকা হোটেল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে ঘাটাইল থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।