স্পোর্টস ডেস্ক: আগের আসরের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের যুবারা। গত আসরে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল তারা।
এবারও উঠেছে ফাইনালে। সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে আটকে রেখে পেয়েছে ৭ উইকেটের জয়। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা উঠেছে ফাইনালে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল। এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের সর্বশক্তি নিয়ে ইন শা আল্লাহ যাবো। আমরা আমাদের জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের দোয়া ও সমর্থন করবেন। ’
পাকিস্তানের বিপক্ষে সেমিতে বেশ দাপট দেখিয়েই জিতেছে বাংলাদেশ। প্রথমে বোলাররা ১১৬ রানে আটকে রাখেন প্রতিপক্ষকে। পরে ব্যাট হাতে চাপে পড়লেও অধিনায়ক আজিজুল হক তামিমের ৪২ বলে ৬১ রানের ইনিংসে ভর করে সহজ জয় পায় বাংলাদেশ। নিজের ইনিংস নিয়ে আনন্দের সঙ্গে আজিজুল জানিয়েছেন, ভুল কমানোর স্বস্তি আছে তাদের।
তিনি বলেন, ‘আজকে আমরা ম্যাচ জিতেছি ভালো লাগছে। যেটা হচ্ছে প্রথমে টসটা জিতেছি। আল্লাহর রহমতে সবকিছু আমাদের ফেভারে ছিল। বোলাররা সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ, আরও যারা আছে। ওরা অনেক ভালো বল করেছে। এর মাধ্যমে ১১৬ রানে অলআউট করতে পেরেছি। ’