সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের আয়োজনে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরিষাবাড়ী থানা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার চাঁদ মিয়া’র সভাপতিত্বে ও এসআই শ্রাবণ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের কার্যনিবাহী সদস্য রমেশ চন্দ্র সূত্রধর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীত প্রসাদ সাহা জগ, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, মহাদেব চন্দ্র সাহা, বাঞ্ছারাম কর্মকার, প্রবীর কুমার পাল ,অ্যাডভোকেট শিবলু ঘোষ, মদন লাল প্রসাদ, উত্তম চৌধুরী, কৌশিক দে প্রমুখ। এসময় আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।