ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মায়া

Spread the love

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ-০২) নির্বাচিত হয়েছেন কারানির্যাতিত ছাত্রনেতা রোকেয়া জাবেদ মায়া। এর আগে তিনি সংগঠনটির ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২০২১ সালের গুজরাটের কসাই খ্যাত মোদীর বাংলাদেশ আগমন বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার অপরাধে কারাবরণ করতে হয়। এছাড়াও তিনি ২০১৮ সালের কোটা আন্দোলন ও তৎপরবর্তী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক যাত্রায় গুরুত্বপূর্ন অবদান রেখে যাচ্ছেন।

সাংগঠনিক নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে রোকেয়া জাবেদ মায়া বলেন, “আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় সর্বদা ছাত্রদের পাশে থাকবো। শিক্ষা প্রতিষ্ঠানের দখল-দারিত্ব রুখে দিয়ে ছাত্রবান্ধব ক্যাম্পাস গঠনে কাজ করবে ছাত্র অধিকার পরিষদ।”

এছাড়াও উক্ত কমিটিতে ২৪ জনকে সহ-সভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগ ভিত্তিক) ৩২ জনকে সম্পাদকীয় পদে, ১৭ জনকে সহ-সম্পাদকীয় পদে, ৮ জনকে সদস্য করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে একজনকে পদায়ন করা হয়েছে।