কালিহাতীতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

Spread the love

কালিহাতী (কালিহাতী) টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার চিনামুড়া একতা সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৫ ডিসেম্বর) বিকালে এলেঙ্গা পৌরসভার চিনামুড়া মধ্যপাড়া গ্রামে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিনামুড়া একতা সংঘের উদ্যোগে অস্থায়ী মাঠে ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শাফি খান।

উদ্বোধক ছিলেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।

আমন্ত্রিত অতিথি ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি ও মজলুমের কন্ঠের নিজস্ব প্রতিবেদক তারেক আহমেদ, আনন্দ টিভি প্রতিনিধি মেহেদী হাসান মৃদুল চৌধুরী ও সময়ের আলো কালিহাতী প্রতিনিধি মনির হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অবসর সরকারী চাকরীজীবি  আব্দুল বাতেন সরকারের সভাপতিত্বে ফজলে রাব্বী জাহিদ ও এম এ মোস্তফার পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন সুজন মাহমুদ, জামাল উদ্দিন, মির্জা শরিফুল ইসলাম বুলবুল, শাজাহান ফকির প্রমুখ।