টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার চাকরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলায় সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী শফি হোসেন, সাগর, রাসেল, ফেরদোসী আক্তার, হানিফা বেগম, নাজমা আক্তার, মিতু আক্তার, লাল মিয়া, শাহানাজ, ফারুক, আসান আলী, মামুন, হৃদয় প্রমুখ। এসময় ভুক্তভোগী পরিবারে সদস্য ও এলাকাবসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনেবক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুত্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের অধীনে গেস্ট হাউজের বাবুর্চি হিসেবে নিয়োজিত মো. জাহিদ কাজীকে চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে তার ব্যাক্তিগত চেক ব্যবহার করে এবং এনজিওতে চেক জালিয়াতির মাধ্যমে প্রতারণা করেন। বর্নিত বিষয়ে জানাজানি পর ব্যক্তিবর্গ জাহিদ কাজীকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পরবর্তীতে তার পরিববারসহ তাদেরকে ভারতে পাচার করেন। এর সুষ্ট বিচার চাই আমরা।