টাঙ্গাইলে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমাম ও মোয়াজ্জেম নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাহাড়ী বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালুচড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (২০) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টী চুয়ালীপাড়া গ্রামের মুহাম্মদ শহীদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।

তারা দু’জনেই উপজেলার বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদীস মাদরাসা ও এতিমখানা প্রথম বর্ষের ছাত্র এবং স্থানীয় কাকরাইদ রামকৃষ্ণ বাড়ী মসজিদে হাবিবুর রহমান ইমামতি ও হাসান সিরাজী মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, তারা দুইজন মাদরাসার ছাত্র। পড়া‌শোনার পাশাপা‌শি কাকরাইদ রামকৃষ্ণ বা‌ড়ী মস‌জি‌দে ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তো। ভো‌রে মস‌জি‌দে আযান দেওয়ার জন্য মাদরাসা থে‌কে তার টরসাইকেল‌যো‌গে মস‌জি‌দের দি‌কে যা‌চ্ছিল।

এসময় ময়মনসিংহ থেকে থে‌কে আসা পিকআপের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে‌লে থাকা মোয়া‌জ্জিন ও ইমাম গুরুত্ব‌র আহত হয়। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তা‌দের মৃত্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) এমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘ‌র্ষে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার সময় প‌থে তা‌দের মৃত‌্যু হয়। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও চালক পা‌লি‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।