টাঙ্গাইল প্রতিনিধি : গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর “২৪) টাঙ্গাইল সদরের পলি কেবলের বিক্রি ও বিপণন কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে বিল ঘারিন্দা, চিকলি রিসোর্টের হল রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: তাইফুর রহমান, ডিজিএম পলি ক্যাবলস্ ইন্ডা: লি:।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম খায়ের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো: শাহাদাত হোসেন ভূইয়া উপদেষ্টা টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন। মো: আলীম, টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন। মো: শহিদুল ইসলাম বেনু সিনিয়র সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন। মীর মহব্বত হোসেন সভাপতি টাঙ্গাইল জেলা ইলেক্ট্রিক ব্যাবসায়িক মালিক সমিতি। নাজমুল হাসান খান বিল্পব, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা ইলেক্ট্রিক ব্যাবসায়িক মালিক সমিতি। সৈয়দ জামসেদুল আলম দেলজু, সাবেক সভাপতি টাঙ্গাইল জেলা ইলেক্ট্রিক ব্যবসায়িক মালিক সমিতি। মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা ইলেক্ট্রিক ব্যবসায়িক মালিক সমিতি। মো: মেহেদী হাসান মজনুু স্বাধিকারি সুপার ইলেক্ট্রিক টাঙ্গাইল।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন, মো: শাহিন মিয়া। জেলার ৩০০ ইলেক্ট্রেসিয়ানদের উপস্থিতিতে র্যাফেল ড্র মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।