কালিহাতীতে হামলা করে বসত বাড়িতে ঘর উত্তোলন 

Spread the love

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : জমিজমা বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে হামলা করে প্রতিপক্ষ লোকজন লাঠিসোটা, অস্ত্র সস্ত্র নিয়ে বসত বাড়িতে ঘর উত্তোলন করে। এ সময় ওই বাড়ির ঘরে লাগানো ৫টি সিসি ক্যামেরা ও বাড়ির বাউন্ডারি বেড়া ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(২০ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার সল্লা গ্রামে।

 ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানাগেছে, আলী হোসেন ক্রয় সূত্রে দীর্ঘদিন যাবত ওই সম্পত্তিতে বসত বাড়ি করে ভোগ দখল আসছেন। আলী হোসেন অভিযোগ করেন,  প্রতিবেশী আব্দুল হাই সম্পত্তি মালিকানা দাবি করে জমি দখলের পায়তারা করে আসছিল। শুক্রবার সকাল ৯ টার দিকে ৪০ থেকে ৫০ জন লোকজন লাঠিসোটা নিয়ে বাড়িতে ঢুকে বাড়ির ঘরের সিসি ক্যামেরা ও বাড়ির বাউন্ডারি বাইরাইয়ে ভাংচুর করে।

এসময় বাঁধা দিতে গেলে আলী হোসেন, তার ভাই নুর হোসেন, ছেলে নাহিদ আলম ও ভাতিজা রাজু প্রামাণিককে লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজু ও নুর হোসেন গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে আলী হোসেন কালিহাতী থানায় বাদী হয়ে সল্লা গ্রামের মৃত আজহার আলী ফকিরের ছেলে আব্দুল হাই(৫৫)ও হাকিম মাস্টার(৫০),মৃত মতি খা”র ছেলে শামসু খা(৫৫)ও মোতালেব খা(৫৩), শাহাদত খা (৪৫), মৃত সোলায়মানের ছেলে হাফিজুর(৪০), ইসহাক আলীর ছেলে মোশারফ হোসেন(২৫), আহাম্মদ আলীর ছেলে ইসহাক আলী(৫৫), আজগর আলীর ছেলে নূর হোসেন(৪৫), মৃত লাল খা”র ছেলে মোতালেব(৪৫) আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হবে।