ঘাটাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন নির্বাচনে মহানন্দ-প্রদীপ পরিষদ চেয়ার প্রতীকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বীতা করে তারা নির্বাচিত হন।
২রা ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী উপজেলার ৩টি কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে চেয়ার প্রতীক ৩৮৫ ভোট বেশি পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নীল চান চন্দ্র বর্মন আনারস প্রতীককে হারিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী মহানন্দ চন্দ্র বর্মণ। চেয়ার প্রতীকে শ্রী মহানন্দ চন্দ্র বর্মন সর্বমোট ১০১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । ভোট গ্রহণ শেষে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল যোহন সাংমা স্বাক্ষরিত ফলাফল সিট বিজয়ী প্রার্থীর হাতে তুলে দেন ।
ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার মোট ভোটার সংখ্যা- ২৫৪৩ জন। ৩টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ১৭০৭ টি। এর মধ্যে সাগরদীঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মহানন্দ- প্রদীপ পরিষদের প্রাপ্ত ভোট- ৮৩৩, আমোয়া বাইদ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে-৯৯, দেওপাড়া স. প্রা. বিদ্যালয় কেন্দ্রে- ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে শ্রী সুনীল সারথী বর্মন নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করেন।
ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত চেয়ারম্যান শ্রী মহানন্দ চন্দ্র বর্মন বলেন, আদিবাসীদের কল্যানে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন সর্বদা কাজ করে যাচ্ছে। আপনারা আমাকে বিজয়ী করেছেন এতে আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ। সারাজীবন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই।