ঘাটাইল প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ডিসেম্বর) রাতে ইউনিয়ন মোথাজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: ছেকান্দার আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আসন্ন ধলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী মো: শফিকুল ইসলাম শফি,ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: ফজলুর রহমান মাস্টার,সাধারণ সম্পাদক মো: আব্দুল বাছেদ সরকার,ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক আব্দুল হামিদ মাস্টার,মোথাজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: শরিফ খান,দারোগালী নগর সন্দুইল পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান মাস্টার,মোথাজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তফা কামাল সহ এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
কর্মীসভায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ আগামী ২৯ ডিসেম্বর ধলাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মো: শফিকুল ইসলাম শফিকে নৌকা মার্কার পক্ষে ঐক্যবধ্যভাবে কাজ করে বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ও জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াতে সকল নেতাকর্মীদের আহবান জানান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন মোথাজুরি জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা জাকারিয়া। উল্লেখ্য, ধলাপাড়া ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৭‘শ ২০ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৪২ ও মহিলা ১০ হাজার ৬‘শ ৭৮ জন।