অর্ণব আল আমিন ঃ টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন।
সোমবার (৫ ডিসেম্বর) দীর্ঘ দিন ধরে নদীতে ড্রেজার মেশিন দিয়ে তারা বালু বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিক্তিতে দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিম পাড়া নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা জানান, ২টি ড্রেজার মেশিন ও চারশত ফুট পাইপ ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।