ঘাটাইলে সিআইজি চাষীদের মৎস্য উপকরণ বিতরণ 

Spread the love

ঘাটাইল প্রতিনিধিঃ ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেস টু প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তর অঙ্গের আওতায়  ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সিআইজি চাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বর থেকে ১০ জন সিআইজি চাষীদের ১৬৮০০পিস মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা, ১৪৪০০ পিস গুলসা মাছের  পোনা, ১৩২০০ পিস পাবদা মাছের পোনা, ৮৫০ কেজি টংওয়ে ভাসমান পিলেট খাদ্য ও ১০ টি সাইনবোর্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোঃ শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মুনীয়া চৌধুরী, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রাশেদ, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম, দিগড় ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ফণি,

উপজেলা মৎস্য অফিসার মোছাঃ খাদিজা খাতুন, সহকারী মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমান প্রমুখ। 

———————————–