বাসাইলের রাশড়াতে রাস্তা নির্মান কাজের উদ্বোধন

Spread the love

অর্ণব আল আমিন ঃ টাঙ্গাইলের বাসাইলে ৩ লাখ টাকা ব্যয়ে হাজী মার্কেট হতে পাল বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে বাসাইল সদর ইউনিয়নের রাশড়া গ্রামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক জাকিয়া ইসলাম জ্যোতি। বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, রাশড়া গ্রামের সাবেক মেম্বার কদ্দুস মিয়া, বাসাইল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নাহিদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত হোসেন প্রমুখ।