স্টাফ রিপোর্টার ঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘সাবগ্রুপ অ্যানালাইসিস উইথ ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট ইফেক্টস এন্ড বায়োমেকার আইডেন্টিফিকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বলস্টেট বিশ্বিবদ্যালয়ের ডাটা অ্যানালাইটিকস ও ডাটা সায়েন্স প্রোগামের পরিচালক প্রফেসর ড. মুন্নী বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল। সেমিনারে বিশ্বিবদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্ব চন্দ্র সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সঞ্জয় কুমার সাহা, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।