কালিহাতীতে ইউপি নির্বাচনে মাঠচষে বেড়াচ্ছে হাসমত আলী নেতা

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন ২৯ ডিসেম্বর ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষ্যে জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতা তার নির্বাচনী মাঠে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রতিদিন তিনি মাঠে চষে বেড়াচ্ছেন। ভোটারদের মধ্যেও ব্যাপক সাঁড়া পড়েছে। গনসংযোগে সবার দোয়া ও ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন ইউনিয়নে বিভিন্ন গ্রামে গ্রামে পাড়া মহল্লায় উঠান বৈঠক ও হাট বাজারে গণসংযোগে অংশ নিচ্ছেন। ভোটারও স্বাগত গ্রহন করছেন।

গত বৃহস্পতিবার প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার মিসবাহ উদ্দিন আহমেদ কাছে চেয়ারম্যান পদে ৬ জন, মেম্বার পদে ৩২ ও সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সরেজমিনে বাংড়া ইউনিয়নে খোঁজ খবর নিয়ে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতা বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালনকালে ইউনিয়ন বাসীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন।

তিনি সবসময় জনগণের কথা ভেবেছেন। জনগণকে নিয়ে কাজ করেছেন। কোথাও কোন ব্যক্তির সমস্যার কথা শুনলে তিনি দল-মত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সহযোগিতা করার জন্য ছুটে যেতেন। বীরমুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা বলেন,সুশীল সমাজের সকলকে সাথে নিয়ে বাংড়া ইউনিয়ন থেকে মাদক, ইভটিজিং বাল্যবিবাহ রোধ, দালাল, সন্ত্রাস প্রতিরোধ, জনগণের কাছে ডিজিটাল সেবা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এবং জনগনের সেবায় কাজ করবো।

তিনি আরো বলেন, বিগত দিনে ইউনিয়নে চেয়ারম্যান এর দায়িত্ব পালনকালে নি:স্বার্থভাবে নিজেকে যেভাবে আত্মনিয়োগ করে মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে কাজ করেছি, তেমনিভাবে মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত মানুষের সেবা করতে চাই । জনগণ ও দেশের সেবায় সবসময়ই নিজেকে নিয়োজিত রাখতে চাই। পরিশেষে তিনি বাংড়া ইউনিয়নবাসীর নিকট মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করেন।