স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন ২৯ ডিসেম্বর ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতাকে বিজয়ী করার লক্ষ্যে গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ইউনিয়নের আউলটিয়া পশ্চিমপাড়ায় আলমাস মিয়ার বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বছির উদ্দীন (মাতবর) এর সভাপতিত্বে উঠান বৈঠকে স্থানীয় প্রায় সাড়েতিন শতাধিক জনগণের উপস্থিতিতে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতা, আওয়ামীলীগ নেতা ইফানুল ইসলাম জুয়েল ও স্থানীয় মিজানুর রহমান, সৈয়দ খালিদ শামস্ ডন,ডাক্তার সেকান্দার আলী, ইঞ্জিনিয়ার ছরোয়ার আলম, আলতাফ মাহমুদ খান, আব্দুল লতিফ, সোলাইমান প্রমুখ।
উঠান বৈঠক সঞ্চালনা করেন ইছাপুরী বিএম কলেজের প্রভাষক এম.এ. হান্নান ।