কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রত্যেক ছাত্র-ছাত্রী ও অভিভাবকের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মেম্বার প্রমুখ।