দেলদুয়ার প্রতিনিধি ঃ দক্ষিণ টাঙ্গাইলের সুনামধন্য সর্ববৃহৎ প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান স্টার শিক্ষা পরিবারের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রকল্প-২২ইং এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারস্থ ডুবাইল সেহড়াতৈল এলাকায় প্রতিষ্ঠিত স্টার শিক্ষা পরিবার কর্তৃক ১লক্ষ ৫০হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদানের উদ্দেশ্যে মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে পাঠ্যপুস্তক ও সমসাময়িক বিষয়ের উপর পরীক্ষা গ্রহন করা হয়। এই পরীক্ষায় দেলদুয়ার, বাসাইল ও মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৭জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরীক্ষা পরিদর্শক হিসেবে ৪৩জন শিক্ষক দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা শিক্ষা অফিসার মুজিবুল আহসান, দেলদুয়ারর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা। স্টার শিক্ষা পরিবারের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়ন , লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে আমাদের এ শিক্ষা বৃত্তি প্রকল্প অব্যহত থাকবে।