নাজিুবল বাশার:
টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী প্রচারণার বর্ণাঢ্য র্যালি করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ১২ ডিসেম্বর সকালে কলেজ শাখা থেকে স্কাউটের ব্যান্ডে তালে তালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের নামে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি। হাটি হাটি পা-পা করে ১৯৭২ সাল থেকে ২০২২ সালে বিদ্যালয়টি ৫০ বছরে পর্দাপণ করে। বিদ্যালয় কর্তপক্ষ, ম্যানেজিং কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এ্যালামনাই এসোসিয়েশন বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৩ সালের ৭ জানুয়ারি বিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে। চলছে রেজিস্ট্রেশন। ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।এর প্রচারণার অংশ হিসাবে ব্যানার-ফেস্টুনসহ র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্ন, সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী (শিহাব), সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, আমজাদ হোসেনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালিতে অংশ গ্রহণ করে।