স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। খুন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উদঘাটন করে থাকে। মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে র্যাব বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ২০২২ সালের অক্টোবর মাসের টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার ভুক্ত ১নং পলাতক আসামী আল আমিনকে গত ১৩ ডিসেম্বর ভোর রাতে বাসাইল থানার কাশিল এলাকা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য উক্ত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় মামলা করা আছে। যার নং-০৯, তারিখ-১৫/১০/২০২২ইং, ধারা-৯(১)/৩০, ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। উক্ত গ্রেফতারকৃত আসামীকে দেলদুয়ার থানায় হস্থান্তর করা হয়েছে।