মাদক ব্যবসা করে রাতারাতি “আঙ্গুল ফুলে কলাগাছ” কালিহাতীতে  বিজয়

Spread the love

মো. শরিফুল ইসলাম: কালিহাতী উপজেলার সহদেবপুর  ইউনিয়নের মুন্দইল  গ্রামের মৃত. মামুদ আলীর ছেলে মাদক সম্রাট  বিজয় সরকার (শুকুর)  দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসায় করে আসছে এলাকার ছাত্র ও যুব সমাজ নিয়ে একটি সিনডিকেট গড়ে তুলেছ।

সরজমিনে জানাজায়, শুকুর আলী  (৩৫) বছর ২ আগে  ছিলেন রড মিস্তিরির যোগালি। এক বছর যাবত একটি সিএনজি  কিনে নামে মাত্র সিএনজি চালক সিএনজি চালানোর আড়ালে বিভিন্ন জায়গায় নিজস্ব সিএনজিতে করে গাঁজা এবং ইয়াবা পৌঁছে দেন। হঠাৎ করে বিত্ত বৈভবের মালিক হয়ে যাওয়া শুকর উপজেলার সহদেবপুর  ইউনিয়নের মুন্দইল  গ্রামের মৃত. মামুদ আলীর ছেলে শুকুর থেকে  বিজয় সরকার নামের  পরিবর্তন এনেছে।  টানাপোরেনের সংসারে রহস্যজনকভাবে রাতারাতি “আঙ্গুল ফুলে” কলা গাছ বনে যান তিনি।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি  (ভাসানী গ্রুপ) এর “কেন্দ্রীয়  নির্বাহী কমিটির”  প্রচার সম্পাদক মাদক সম্রাট  বিজয় সরকার (শুকুর) দেশ বরেণ্য মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠানের নাম এবং ছবি বিভিন্ন ভাবে ব্যবহারের আড়ালে জমজমাট মাদক ব্যবসা করে যাচ্ছে।

মুন্দইল গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি  জানান, এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ী  শুকুর  ব্যবসা চালিয়ে এলাকায় ছাত্র ও যুবকদের নেশাগ্রস্ত করিয়ে তাদের জীবন যাপন কে নষ্ট করে হুমকি মুখে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মাদক ব্যবসায়ী শুকুর জানান, আমি সিদ্ধী সেবন করি, আর সবাইতো সংগ্রহ করতে পারেন আমার সহযোগী ভাইদেরকে কিছু এনে দেই, আমার  চেয়ারম্যান জানে আমি সিদ্ধী সেবন করি। তিনি আরো বলেন আমার আশ-পাশে আওয়ামীলীগের বড় বড়  নেতারা মাদকের ব্যবসা করে তাদের কাছে যাইতে পারেনা আমার কাছে এসেছেন আগে তাদেরকে ধরেন।

ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানী ও বাংলা ভাষা বিশ্ব শিশু সংগঠনের চেয়ারম্যান হাসরত খান ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানীর নাতির সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন আমার সংগঠনের প্রচার সম্পাদক ঠিক আছে আমি জানতাম না সে মাদক সেবন বা মাদক বিক্রি করে, এটা যদি হয় তাঁকে আমার সাথে রাখবো না।

সহদেবপুর ইউনিয়ন ৬ নং ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, আমি মানুষ মুখে শুনেছি, কিছু দিন আগে অন্য লোকের মাধ্যেমে শুকুরকে ডেকে এনে  মাদকের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাদের মল্লিক বলেন, এবিষয়ে আমার জানা নেই  শুকুর যদি মাদকের ব্যবসা করে আপনাদের যে ব্যবস্হা নেওয়া দরকার নিতে পারেন।

সহদেবপুর  ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ফরিদ জানান, বিষয়টি  আমার জানা নেই আমার ইউনিয়নে যদি কেউ মাদক ব্যবসার সাথে  জড়িত থাকে তার বিরুদ্ধে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এবিষয়ে আমার  জানা নেই মাদক ব্যসায়ীর তত্ত্ব দেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।