বাসাইলে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

Spread the love

বাসাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের বাসাইলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার( ২১ডিসেম্বর) বিকালে  উপজেলা কৃষি অফিস চত্বর থেকে এই কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকদের হাতে তুলে দেন।

কৃষি কর্মকর্তা শাহজান আলী বলেন প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে কৃষিকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কৃষি বিপ্লব তৈরী করেছেন।

সেই কৃষি বিপ্লবের জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিযন্ত্র বিতরণ এটি তার ধারাবাহিকতার একটি অংশ বলে তিনি উল্লেখ করেন। পরে তিনি ৪ জন কৃষকদের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন চাবি ও যন্ত্রপাতি তুলে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ,বাসাইল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিয়া আফরোজ,সহ-সভাপতি আবু হানিফ মিয়া,যুব লীগ নেতা শিবলু আহমেদ প্রমুখ।