কালিহাতীতে ইউপি নির্বাচনে হাসমত নেতার গণসংযোগে হামলা

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার গণসংযোগে জেলা পরিষদের সদস্য মোঃ আয়নাল হকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার স্বাক্ষরিত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখত অভিযোগ থেকে জানাযায়, গত ২৬শে ডিসেম্বর রাতে বড় বাজু ইছাপুর গ্রামে নৌকা প্রতীকের সমর্থক জেলা পরিষদের সদস্য চিহ্নিত সন্ত্রাসী মোঃ আয়নাল হকের নেতৃত্বে হামলা চালিয়ে মটর সাইকেল ভাংচুর সহ মটর সাইকেল প্রতীকের সমর্থকদের গুরুতর আহত করে। এ-হামলায় মোঃ কাইয়ুম নামের ব্যক্তি আহত হয়।

নির্বাচনের দিন অন্য কোন সমর্থকদের কেন্দ্রে না আসার ঘোষণা দেয় এবং কেন্দ্রে আসলে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। আরো বলেন নৌকা প্রতীকের এজেন্ট ব্যতিত অন্যকোন এজেন্ট ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা বলেন, গত ২৬ শে ডিসেম্বর রাতে বড়বাজু ইছাপুর গ্রামে মটর সাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিধায় প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবী জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত আয়নাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমার নামে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পন্ন মিথ্যা ও ভিক্তিহীন।

ঔদিন টাঙ্গাইল আমাদের দলীয় মিটিং ছিলো মিটিং থেকে বাড়ি যাওয়ার পথে তাদের সাথে দেখা। তারা নিজেরা নিজেরাই ঝগড়া করে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। ইভেন জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের ভাবমূর্তি ক্ষুন্ন করছে আমি এর তীব্র প্রতিবাদ করছি। এব্যপারে কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।