ভূঞাপুরে গাছ কাটার অভিযোগ করায় অবঃ পুলিশ পরিদর্শকসহ আহত ২

Spread the love

স্টাফ রির্পোটার :

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোলে গাছ কেটে ফেলার অভিযোগ করায় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন অবঃ পুলিশ পরিদর্শক ও তার স্ত্রী ।এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।থানার অভিযোগ সূত্রে যানা যায়,গত ৬ জানুয়ারী পৌর সভার শিয়ালকোল গ্রামের অবঃ পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান খান দীপালির নিজ জমিতে রোপনকৃত ১২টি আকাশি গাছ কেবা কাহারা কেটে ফেলে ।উক্ত ঘটনা ভূঞাপুর থানাকে তিনি অবহিত করেন।তাৎক্ষনিক পুলিশ ঘটনাটি তদন্ত করেন।গাছ কাটার দায় নিজেদের উপর পড়তে পারে এমন সন্দেহে একই গ্রামের মৃত শাহাদৎ খানের ছেলে মো.আব্দুর রাজ্জাক খান (৬২),আব্দুর রাজ্জাকের ছেলে মো.সাজ্জাদ জহির ওরফে আবির খান(৩৫) ও সাজ্জাদ জহির খানের স্ত্রী জেমি বেগম(৩৫) আক্তারুজ্জামান খান ও তার স্ত্রীর উম্মে কুলসুম চৌধুরীর উপর হামলা করে।তাদের এলোপাথারি মারধর করে।এসময় হামলাকারীরা উম্মে কুলসুম চৌধুরীর এক ভড়ি ওজনের স্বর্ণের চেইন ও ্এক ভড়ি ওজনের হাতের দুটি চুরি লুট করেছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।এ সময় লাল খান নামের এক স্থানীয় মাতাব্বর এলাকা বাসীর সহযোগিতায় তাদের রক্ষা করে।আহতদের তারা ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ ঘটনায় আক্তারুজ্জামান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।এ প্রসঙ্গে আক্তারুজ্জামান খান বলেন,শুধু এ ঘটনা নয়, ১৮ ডিসেম্বর আমি এবং আমার স্ত্রী ওমরা হজ করতে যাই।এ সময় উক্ত হামলাকারীরা আমার পৈতৃক সম্পত্তি বেদখল দেয়।এ ছাড়া বিভিন্ন সময় তাদের দেওয়া হুমকি ধমকিতে অতিষ্ঠ হয়ে পড়েছি।প্রায়ই তারা আমার প্রাণ নাশের হুমকি দেয়।সুযোগ পেলে মেরে ফেলবে এমন ভয় দেখায়।তাই চুপচাপ থাকি ।দীর্ঘ শ্বাস ফেলে তিনি বলেন,ওরা কাউকে মানে না ।পৌর মেয়র এর ডাকেও সাড়া দেয় না।এ বিষয়ে বিবাদী পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায় নি।এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার এস আই মো.লিটনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,অভিযোগটি তদন্তাধীন রয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।